চট্টগ্রামের মীরসরাই থানাধীন রূপসী ঝরনায় অতি বৃষ্টিজনিত তীব্র স্রোতের কারণে আটকে পড়া ৮ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় নুরনবী নামের এক ছাত্র ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তারা ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং আর্মি ইউনিভার্সিটির ৮ জন শিক্ষার্থী ঘুরতে এসে এখানে আটকে পড়েছেন। সকালে ট্র্যাকিংয়ের মাধ্যমে সীতাকুণ্ডের বড় দারোগারহাট হয়ে রূপসী ঝরনায় ঘুরতে গিয়ে ফেরার পথে তারা আটকে পড়েন।
তিনি জানান, অতি বৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথগুলো তীব্র স্রোতের নদীতে পরিণত হয়। তাদের মধ্যে ৪ জন সাঁতার জানলেও সেই স্রোত পেরিয়ে কারও পক্ষে ফেরা সম্ভব হচ্ছিল না। তারা নিরাপদে ফেরার জন্য জরুরি সাহায্য চান।
সংবাদ পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে রওনা দেয় এবং মীরসরাই থানার একটি দলও উদ্ধারকাজে অংশ নেয়। প্রবল বৃষ্টির মধ্যে উভয় দল হাঁটাপথে দুর্গম ঝরনা এলাকায় পৌঁছে তীব্র স্রোতের মধ্যে দড়ি টানিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে তাদের নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় ৯৯৯-এর তাৎক্ষণিক সাড়া, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বিত অভিযানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।