ওয়ারীর লকডাউনে কোনও অব্যবস্থাপনা নেই: ডিএসসিসি

105809935_199393654787978_745229892305589206_nওয়ারীর লকডাউন এলাকায় কোনও অব্যবস্থাপনা নেই বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক। তিনি বলেছেন, ‘লকডাউন এলাকায় আমাদের কোনও অব্যবস্থাপনা নেই। প্রতিটি কাজ সুচারুভাবে করছি। তবে প্রথমদিন হিসেবে যদি কোনও ঘাটতি থেকেও থাকে তা আগামী দিনগুলোতে ঠিক হয়ে যাবে।’
শনিবার (৪ জুলাই) বেলা ১২টায় ওয়ারীর লকডাউন এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা কথা বলেন শাহ মো. এমদাদুল হক। তিনি বলেন, ‘আমাদের কোথাও কোন গ্যাপ নেই। ই-কমার্স রয়েছে, ভ্যান সার্ভিস রয়েছে তারা বিভিন্ন খাবার নিয়ে ভেতরে অবস্থান করছে। ওষুধের ফার্মেসিগুলো খোলা রয়েছে। আমাদের দেড়শতাধিক স্বেচ্ছাসেবী তিন শিফটে কাজ করছে। এছাড়া আমাদের অফিসার ও বর্জ্য ব্যবস্থাপনার লোকজন পরিষ্কার পরিছন্নতা কাজে নিয়োজিত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘লকডাউন এলাকায় করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখানে দুই জন ডাক্তার রয়েছেন। তারা করোনায় আক্রান্ত ৪৬ জন রোগীর সঙ্গে যোগাযোগ করে কাজ করছেন। তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন।’

106278471_700043637508158_8035739257350360823_nস্থানীয় লোকজন লকডাউন অমান্য করার চেষ্টা করছেন এই বিষয়ে সিটি করপোরেশনের কী ব্যবস্থা রয়েছে, এমন প্রশ্নের জবাবে এমদাদুল হক বলেন, ‘লকডাউন হবে কী হবে না এটা আমাদের কোনও সিদ্ধান্ত নয়, সরকার এই সিদ্ধান্ত দিয়েছে। আমরা শুধু সেটা বাস্তবায়ন করছি। স্থানীয় লোকজন যদি মনে করেন লকডাউন করা ঠিক হয়নি এটা আমাদের বিষয় নয় এটা তাদের বিষয়।’

লকডাউন এলাকায় যে অব্যবস্থাপনা চলছে সেটা কারা নিয়ন্ত্রণ করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথাও কোনও অব্যবস্থাপনা নেই। আপনারা ঘুরে ঘুরে দেখে আসতে পারেন। আজকে প্রথম দিন হয়তো কিছু সমস্যা থাকতে পারে। আমাদের লোকজন রয়েছে পরবর্তীতেগুলো সব ঠিক হয়ে যাবে।’

তিনি জানান, একটি করোনা অ্যাম্বুলেন্স ও একটি নন করোনা অ্যাম্বুলেন্স ওই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হাসপাতাল তৈরি রাখা হয়েছে।

আরও পড়ুন: 

ছবিতে ওয়ারীর লকডাউন

ওয়ারীতে ২১ দিনের লকডাউন শুরু 

যেভাবে লকডাউন হবে ওয়ারী

রাজাবাজারের অভিজ্ঞতা প্রয়োগ হবে ওয়ারীতে