হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) এক যুবক নিহত হয়েছেন। তিনি আরমান অ্যাপারেলস লিমিটেডের মেকানিকস সুপারভাইজার ছিলেন।

বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৭টাযর দিকে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকার হাজীপাড়া পেট্রোল পাম্পের বিপরীতে ডিআইটি রোডে  এই দুর্ঘটনা ঘটে।

পথচারী ও প্রত্যক্ষদর্শী  মহিদুল ইসলাম মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে সকাল ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিদুল ইসলাম জানান, লোকটি (আনোয়ার)  মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পেছনে থাকা মোটরসাইকেলটি পড়ে গেলেও দ্রুত উঠে চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, অনেক সময় ধরে পড়েছিলেন আনোয়ার। কেউ তাকে ধরছিল না। পরে আমিই তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাই।

সংবাদ পেয়ে নিহতের স্বজন ও তার সহকর্মীরা  হাসপাতালে ছুটে আসেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য  আনোয়ারের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চড় খিদিরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের তালতলায় পরিবার নিয়ে থাকতেন। দুই সন্তানের জনক ছিলেন আনোয়ার।