কত নিলো, কার্ডে দেখুন

কোরবানির পশু হাট থেকে বাড়ি নেওয়ার পথে মানুষ জিজ্ঞেস করে কত নিলো। দামটা যেন সবারই জানতে ইচ্ছে করে। দাম বলতে বলতে বিরক্ত হয়ে যান ক্রেতা। তবু বলতেই হয়। মানুষের এমন কৌতুহলকে পুঁজি করে এবার বিজ্ঞাপন প্রচার করতে দেখা গেলো রাজধানীর এক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানকে।

রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়াবাজার অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা গেলো, যারাই গরু কিনছেন তাদের হাতেই ধরিয়ে দেওয়া হচ্ছে একটি প্লাস্টিকের কার্ড। ওই কার্ডে আছে গরুর দাম লেখার ঘর। কেউ দাম জিজ্ঞেস করলেই কার্ডটি উঁচু করে ধরছেন ক্রেতা।

বাড্ডার এক বাসিন্দা আজ (৮ জুলাই) আফতানগরের হাট থেকে দেড় লাখ টাকায় কিনেছেন একটি দশাসই গরু। তার হাতের কার্ডে লেখা ১৫০-কে। যার মানে হলো গরুর দাম এক লাখ ৫০ হাজার টাকা। কেউ দাম জিজ্ঞেস করলেই কার্ড উঁচিয়ে ধরছেন তিনি।

ওই ক্রেতা বললেন, কার্ড নেওয়ায় সুবিধাই হলো। কতবার আর দাম বলবো। তাছাড়া চেঁচিয়ে দাম বলতেও ভালো লাগে না।