সাংবাদিক রিয়াজ উদ্দিনের মৃত্যুতে এডিটরস গিল্ডের শোক

প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে এডিটরস গিল্ড। শনিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এই শোক জানানো হয়।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন কয়েকবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। গিল্ড মনে করে, সাংবাদিকদের অধিকার আদায়ে, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় এবং মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষায় রিয়াজ উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ শনিবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্র জানায়, ১০ ডিসেম্বর করোনার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শনিবার মারা যান।

রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য ১৯৯৩ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।