সৈয়দ আশরাফের কবরে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর কবরস্থানে তিনি এই শ্রদ্ধা জানান। এ সময় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘স্বল্পভাষী, সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। সমসাময়িককালে তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা মানুষকে রাজনীতিতে আকৃষ্ট করতো।’

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো.তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব মাসুদ আলম ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম ২০১৯ সালের এই দিনে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১৯৫২ সালরে ১ জানুয়ারি ময়মনসিংহে জন্ম গ্রহণ করেন। তার বাবা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি।