গ্যাস রফতানি চুক্তি আত্মঘাতী: ন্যাপ

ন্যাপগ্যাস রফতানির সুযোগ গভীর সমুদ্রের ১২ নং ব্লকে গ্যাস অনুসন্ধানের জন্য মঙ্গলবার (১৪ মার্চ) বিনা টেন্ডারে দক্ষিণ কোরিয়ার কোম্পানি পসকো দাইয়ুর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ মার্চ) স্বাক্ষরিত এই গ্যাস রফতানি চুক্তিকে আত্মঘাতী ও দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, শুধু রফতানি নয়, বিদেশি কোম্পানির অংশীদারিত্ব বৃদ্ধি, শুল্ক মওকুফ ও গ্যাস কেনার দাম বৃদ্ধিসহ আরও নানা সুবিধা দিয়ে চুক্তিটি করা হয়েছে। এই চুক্তি দেশের জন্য আরেকটি আত্মঘাতী জাতীয় স্বার্থবিরোধী চুক্তির নজির হয়ে থাকবে।
ন্যাপের এই দুই নেতা আরও বলেন, দক্ষিণ কোরিয়ার কোম্পানি দাইয়ুর সঙ্গে সম্পাদিত চুক্তির প্রক্রিয়াটিও অস্বচ্ছ। কোনও দরপত্র আহ্বান ছাড়াই গোপন সমঝোতার ভিত্তিতে স্বাক্ষরিত এই চুক্তি সরকারের দেশবিরোধী নীতি ও দুর্নীতির ফল।
জেবেল রহমান গানি আশঙ্কা প্রকাশ করে বলেন, দক্ষিণ কোরীয় দাইয়ুর সঙ্গে সম্পাদিত চুক্তি স্বাক্ষরিত হওয়ায় অন্য ব্লকগুলোতেও একই সুবিধা পাওয়ার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এ ধরনের চুক্তি করার চেষ্টা ও দাবি করবে। এর ধারাবাহিকতায় একসময় গোটা বঙ্গোপসাগরের সম্পদই বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন-

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার ঘটনায় ৪ মামলা

মুসার নেতৃত্বে চট্টগ্রামে সংগঠিত হচ্ছে জঙ্গিরা!

/এসটিএস/টিআর/