ভাতিজা আসিফ শাহরিয়ারকে বহিষ্কার করলেন এরশাদ

এইচ এম এরশাদ ও আসিফ শাহরিয়ারজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাতিজা আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পার্টি চেয়ারম্যানের নির্দেশ ও সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

আসিফকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পার্টির কোনও সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে তার নির্বাচনি কাজে অংশ নিলে তাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে বলে নির্দেশনা জারি করেছেন এরশাদ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বাংলা ট্রিবিউনকে জানান, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন চেয়ারম্যান। অবিলম্বে তা কার্যকর করা হবে।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

আরও পড়ুন- 

ভাতিজাই শুনলেন না এরশাদের নির্দেশ
তফসিলের আগেই মেয়র প্রার্থী মনোনয়ন দিলেন এরশাদ