বড়পুকুরিয়ায় কয়লা চুরি শুরু করে বিএনপি: হাছান মাহমুদ

হাছান মাহমুদআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বড়পুকুরিয়া কয়লা খনি নিয়ে আজ বিএনপি অনেক কথা বলছে। ২০০৫ সাল থেকে কয়লা চুরি শুরু হয়। বড়পুকুরিয়ার কয়লা চুরি শুরু করে বিএনপি। ২০০৭-০৮ সালেও তাদের পছন্দের সরকার ছিল। আজ সরকার চোর ধরেছে। তদন্ত হচ্ছে। ২০০৫ সালে চুরির সঙ্গে কারা জড়িত ছিল তাও বেরিয়ে আসবে।’

শুক্রবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বড়পুকুরিয়ায় কয়লা দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে আইওয়াশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘মেগা চুরির ঘটনা কেবলমাত্র এই সরকারের আমলেই ঘটে।’ এবিষয়ে রিজভীর উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘যেই দলের নেতা এতিমের টাকা মেরে জেল খাটছেন, বিদেশের আদালত যে দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিচ্ছে, তাদের আবার বড় গলা! থুথু ওপরে ফেললে নিজের গায়েই পড়ে।’

তিনি আরও বলেন, ‘আজ খবর বেরিয়েছে বিএনপির তৃণমূলের নেতাদের ঢাকায় ডাক পড়ছে। আমার প্রশ্ন তাদের প্রতি কি তৃণমূলের আস্থা আছে, যেই দলের নেতারা কর্মীদের মাঠে রেখে পালিয়ে যায়? বিএনপির প্রতি আমার অনুরোধ আপনারা সন্ত্রাসী, ভাঙচুর ও পেট্রোল বোমার কর্মসূচি না দিয়ে নির্বাচনি কর্মসূচি দিন।’

সংগঠনের সসভাপতি মো. জিন্নাত আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অরুণ সরকার রানা প্রমুখ।