বিএনপি-জামায়াতের কারণে জঙ্গি নির্মূল সম্ভব হয়নি: হাছান মাহমুদ

স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে হাছান মাহমুদআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘শেখ হাসিনা জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অবদমিত করেছেন, যদিও জঙ্গিরা সম্পূর্ণ নির্মূল হয়নি। সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব ছিল যদি বিএনপি-জামায়াত তাদের আশ্রয় প্রশ্রয় না দিতো। ব্যর্থ হয়ে তারা পরগাছার মতো অন্য আন্দোলনে ঢুকে পড়ল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখনই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তখনই আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কিছু লোককে নাকি ধরে এনে আটক করে রাখা হয়, আর তাদেরই নাকি জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের প্রধান ছিলেন, তিনি এ ধরনের কথা বলতে পারেন? কারণ, জঙ্গিগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়দাতা হচ্ছে বিএনপি। যখনই কোনও জঙ্গি পুলিশের অ্যানকাউন্টারে মারা গিয়েছে তখনই মির্জা ফখরুল সাহেবরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারাই হচ্ছে আজকে জঙ্গিগোষ্ঠীর প্রধান আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা।’

শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্রকে যারা হুমকির সম্মুখীন করে তাদের ব্যাপারে সব দলমত ঐক্যবদ্ধ থাকে। জঙ্গিগোষ্ঠী বাংলাদেশ রাষ্ট্রকে হুমকির মুখে ফেলেছিল। তাদের বিরুদ্ধে শেখ হাসিনা ব্যবস্থা গ্রহণ করেছেন। জঙ্গিদের অবদমিত করলেও জঙ্গিদের আশ্রয়দাতা এখনও সরব আছেন। এরা কারা? এরা হলো বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন জোট। তারা জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে, বোমা ফাটিয়ে দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয় নাই।’

আরও পড়ুন- পরামর্শ দিলেও কেন্দ্র থেকে নির্দেশনা পায়নি বিএনপির তৃণমূল