মনোনয়ন জমা দিয়ে আদম তমিজি বলেন, ‘আমি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিবেচনা করে, যোগ্য মনে করে তাহলে মনোনয়ন পাবো ইনশাল্লাহ। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রাজধানীর বস্তিবাসীর বেসিক হিউম্যান রাইটস নিয়ে কাজ করবো। যেমন স্যানিটেশন, রাস্তা ঘাটের কিছু সমস্যা আছে। ইতোমধ্যে আমরা মানবিক ঢাকার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ২০টি স্কুল বানিয়েছি।’
তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য আমরা সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করতে চাই। আমাদের প্রধান ফোকাস থাকবে ১৫ মাসে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া।
তবে মনোনয়ন না পেলেও দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবো।