১৫ আগস্ট স্মরণে শোক র‌্যালি ও প্রদীপ প্রজ্বালন

১২জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা, শোক র‌্যালি ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

প্রদীপ প্রজ্বালনের আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা একটি শোক র‌্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী তানভিন সুইটি, চিত্রনায়িকা শাহানুর, রীতা রানি সরকার, আওয়ামী লীগ নেতা ও নাট্যকার মোত্তাছিম বিল্লাহ, হাবিবুল্লাহ রিপন, যুবলীগ নেতা আওলাদ হোসেন রুহুল, অধ্যক্ষ আহসান সিদ্দিকী, উদয় শংকর বসাক, সুজন মৃধা প্রমুখ।