বাংলা ট্রিবিউন এগিয়ে যাক: কামরুল হাসান নাসিমের চিঠি

কামরুল হাসান নাসিম

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা (আসল বিএনপি) ও ক্রীড়ালোক পত্রিকার প্রধান সম্পাদক কামরুল হাসান নাসিম। সপ্তম বছরে পা দেওয়া উপলক্ষে প্রতিষ্ঠানের কর্মীদের ভালোবাসা জানান তিনি।

বুধবার (১৩ মে) লেখা একটি শুভেচ্ছা বার্তায় বাংলা ট্রিবিউনের উচ্ছ্বসিত প্রশংসা করেন কামরুল হাসান নাসিম।

‘সুপ্রিয় বাংলা ট্রিবিউন পরিবার’ উল্লেখ করে কামরুল হাসান নাসিম বলেন, ‘গণমাধ্যমের সবচাইতে বড় মাধ্যম হিসেবে সংবাদমাধ্যমকেই ধরা যায়। সংবাদমাধ্যম হিসেবে দেশের অনলাইন সাংবাদিকতায় বাংলা ট্রিবিউন তাদের জাতকে চিনিয়েছে। আমার কাছে মনে হয় না যে এই মাধ্যমটির বয়স মাত্র ছয়। মনে হয় তারা যেন দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশনে রয়েছে! তাদের সঙ্গে অন্যদের পার্থক্য অতি আঙ্গিকে দৃশ্যমান হয়েছে, হচ্ছে ও হবে বলে অনুমিত হয়। সম্পাদক পরিষদের নেতৃত্বে যিনি বা যারা রয়েছেন, তাদের সৃজনশীল সাংস্কৃতিক অভিরুচি উন্নত পর্যায়ের হওয়ায় অপরাপর মাধ্যমগুলোর সঙ্গে পার্থক্য নির্ধারণ করা সম্ভবপর হচ্ছে।’

কামরুল হাসান নাসিম বলেন, ‘রাজনৈতিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অগ্রিম তথ্য প্রদান করা, মাঝে মাঝে বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করা এবং সাংস্কৃতিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা অন্যদের চেয়ে এগিয়ে বলে মত আমার। এই ধারাবাহিকতা ধরে রেখে বুদ্ধিবৃত্তিক প্রতিবেদনে মুখর থেকে বাংলা ট্রিবিউন এগিয়ে যাক। তাদের ম্যানেজমেন্টের আরেকটি শুভ উদ্যোগের দিক হলো—মাসিকভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিবেদকদের নাম ঘোষণা করা। এমন উদ্যোগের মধ্য দিয়ে প্রেস রিলিজ কুড়িয়ে সংবাদকর্মী হওয়া যায় না এই হাউজে… এটিও একটি উল্লেখযোগ্য দিক। খেলাধুলার সংবাদ পরিবেশনে নিরপেক্ষ হয়ে প্রতিবেদন তৈরিতে উৎসাহিত হলে পোর্টালটি এই বিভাগেও সফল হবে বলে মনে করছি।’

নাসিম আরও লিখেছেন ‘সব মিলিয়ে একজন গ্রেট কাজী শাহেদ আহমেদের উত্তরসূরীর সৃষ্টিশীল উদ্যোগে এবং গীতিকবি জুলফিকার রাসেলের নেতৃত্বে এগিয়ে যাক বাংলা ট্রিবিউন। আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন! শুভেচ্ছা! এই পোর্টালের সঙ্গে থাকা সব কর্মীকে জানাই ভালোবাসা। শুভ জন্মদিন! ’