স্বাস্থ্য ও পাট নিয়ে ১৪ দলে আলোচনায় চায় ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টিস্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ পাট খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে আলোচনা চায় জোটের শরিক রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে এ বিষয়ে জোটগতভাবে সরকারের সঙ্গে আলোচনা করতে সমন্বয়ক, মুখপাত্র ও সংশ্লিষ্ট দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৫ জুলাই) সকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব আহ্বান জানানো হয়। এদিন সন্ধ্যায় কামরূল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক আচরণে জনগণ হতাশ ও ক্ষুব্ধ।
ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে স্বাস্থ্যমন্ত্রী প্রসঙ্গে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে তার ভাল নম্বর পাওয়ার আত্মতৃপ্তিমূলক বক্তব্য বালখিল্যতা। তিনি সম্ভবত নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন।
সভার শুরুতে অকাল প্রয়াত পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুল, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক নেতা কামাল লোহানী, বিশিষ্ট অধ্যাপক প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল এই সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজনৈতিক রিপোর্ট করেন। শোক প্রস্তাব পাঠ করেন পলিটব্যুরো সদস্য কামরূল আহসান। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, পার্টির তহবিল সংক্রান্ত রিপোর্ট করেন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত চৌধুরী।