‘শফিউল বারী বাবুকে আজীবন মনে রাখবে বিএনপি’

 

শফিউল বারী বাবু

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপি ও দলটির নানা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শোক অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর চারটায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিএনপির তরুণ এই নেতা।

বুধবার (২৯ জুলাই) প্রয়াত শফিউল বারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ছাত্রদলের সাবেক কয়েকজন নেতা।

মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত শোক বিবৃতিতে আমীর খসরু বলেন, ‘শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। বাবু একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দলের সব সংকটকালে তিনি সাহসী নেতৃত্ব দি‌য়ে‌ছেন।’

বিএনপির প্রভাবশালী এই নেতা আরও বলেন, ‘বাবু ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত হয়ে জাতীয় পর্যায়ের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই অসময়ে চলে যাওয়া আমাদের জন্য বড় কষ্টের। বাবুর মৃত্যুতে দল একজন সাহসী নেতাকে হারালো। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হবে, তা সহজে পূরণ হবার নয়। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে।’

ছাত্রদলের সাবেক নেতা বায়েজিদ আরেফিন স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনের সাবেক কয়েকজন নেতা শফিউল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে সংগঠনের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, আসাদুজ্জামান, জহির উদ্দিন তুহিন, বাশার সিদ্দিকী, দবির উদ্দিন তুষার, গোলাম আজম সৈকত, আবদুল মালেক ও আজিম পাটোয়ারীর নাম উল্লেখ করা হয়।

ছাত্রদলের সাবেক নেতারা শোকবার্তায় বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় পথ চলাই ছিল শফিউল বারীর প্রেরণা। তার এই অকাল মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবার গভীরভাবে শোকাহত।’

তারা প্রয়াত বাবুর পরিবারের প্রতি সমবেদনা জানান।