পৌরসভা-ইউপি নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশপৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন। দলটির মজলিসে আমেলার সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

দলটি জানায়, আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে এবার তৃণমূল থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হবে। শনিবার বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের নায়েবে মাওলানা আব্দুল হক আজাদ। এতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের ও আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম প্রমুখ।