এই বাজেট গণবান্ধব নয়, আওয়ামীবান্ধব: মির্জা আব্বাস

গত ১২ বছরের মতো এবারের বাজেটও জনবান্ধব না হয়ে আওয়ামীবান্ধব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও বাজেটটা পড়িনি। তবে এটা বলতে পারি, গত ১২ বছরের বাজেটগুলো ছিল আওয়ামীবান্ধব। এ বাজেট জনবান্ধব হবে না এটা নিশ্চিত থাকেন। লুটবান্ধব হবে, টাকা পাচারের বাজেট হবে।

শুক্রবার (৪ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় দল এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে মির্জা আব্বাস বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে আজ দেশ চলছে বলে অভিযোগ করেন। বলেন, বিদেশিদের খুশি করতেই আওয়ামী লীগ তাদের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও স্বাধীনতা ছিনতাই করেছে। দেশে পুলিশি শাসন চলছে। মানুষের ভোটের অধিকার নেই। সব মিলিয়ে আমাদের ওপর একটি দুঃশাসন চেপে বসেছে।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ আহসানুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।