নূর হোসেনের আত্মত্যাগ আ.লীগ সরকার ভূলুণ্ঠিত করছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন আত্মত্যাগ করেছেন, বর্তমানে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার তা ভূলুণ্ঠিত করছে। জনগণকে আজ পরাজিত করা হয়েছে। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নূর হোসেনের আত্নত্যাগের ঋণ শোধ করতে হবে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে শহীদ নূর হোসেন স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে নূর হোসেনসহ আরও অনেকের আত্নত্যাগের বিনিময়ে যে জনগণ বিজয়ী হয়েছিল আজ সেই জনগণকে পরাজিত করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নূর হোসেনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে দিয়েছে। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা নূর হোসেনের চেতনাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ছাত্র সংহতির সভাপতি ফাইজুর রহমান মুনির, জোনায়েদ হোসেন, যুব নেতা রিয়েল আহমেদ, নান্টু দাস, ফরিদ মিয়া প্রমুখ।