সরকার সব দিকেই ব্যর্থ: সে‌লিমা রহমান

স্মরণসভাবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার সব দিকেই ব্যর্থ। রোহিঙ্গারা এসে অবস্থান নি‌য়ে‌ছে। অবৈধভাবে বাংলাদেশে ভারতের জনগণকে পুশ ইন করা হচ্ছে। বঙ্গোপসাগরে রাডার বসানো হয়েছে। এসব নিয়ে সরকারের কোনও মাথা ব্যথা নেই। কারণ সরকার দেশের জনগণের ভালো চায় না। দেশের স্বাধীনতা রক্ষা করতে চায় না। তারা (আওয়ামী লীগ) শুধু এ দেশের ক্ষমতা দখল করে রাখতে চায়।
শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত সাদেক হোসেন খোকার স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোর্ট যখন খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট চেয়েছেন তার আগের দিন প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন- একজন প্রধানমন্ত্রী হয়ে এভাবে কথা বলা শোভা পায় না। ডাক্তার ও বিচারপতিদের এক ধরনের হুমকি দিয়েছেন তিনি।
সেলিমা রহমান বলেন, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে গণতন্ত্র নাই, গুম, খুন, হত্যা চলছেই। এগুলোর সঠিক কোনও তদন্ত হয় না। এর কারণ হলো দেশে জনগণের সরকার নেই। জনগণের সরকার থাকলে এগুলো হতো না।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তিনি। আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কৃষক দ‌লের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।