মিরপুরে বিএনপির মিছিলে লাঠিচার্জের অভিযোগ




IMG-20200222-WA0042খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিরপুরে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয় বলে দাবি করে দলটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরপুর এই ঘটনা ঘটে। বিএনপির দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিরপুর কাঁচাবাজারে সামনে থেকে খালেদ জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরুর পরপরই পুলিশ লাঠিচার্জ করে। এসময় রুহুল কবির রিজভী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি ওমর ফারুক কাউসার এবং ছাত্রদল ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।’

IMG-20200222-WA0098পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই বর্তমান বিনা ভোটের সরকার, বিরোধী দল ও মতকে পরোয়া করছে না। মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার ত্রাস সৃষ্টি করে গোটা দেশকে দখলে নিতে চায় তারা। বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে দলীয় সন্ত্রাসী বাহিনী ও পুলিশ দিয়ে হামলা করছে। আবারও অবৈধ পন্থায় ক্ষমতায় আসার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ সরকার। একারণে সরকার এখন আরও বেশি দানবীয় রুপ ধারণ করেছে।’

বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংস করার জন্যই খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাবন্দি রাখা হয়েছে।