‘মির্জা আব্বাস ইউটার্ন নিতে শেখে নাই’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ প্রসঙ্গে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি গতকাল ইলিয়াস আলীর গুম দিবসে বক্তব্য রেখেছি। বক্তব্য দেওয়ার এক ঘণ্টার মধ্যে ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ফোন করেছে। আমি তো বুঝতেই পারলাম না, আমি আবার কী কথা বললাম। আমি নিউজ দেখি নাই। তো, বাংলা ট্রিবিউন লিখেছে, মির্জা আব্বাসের সাত ঘণ্টার মধ্যে ইউটার্ন। মির্জা আব্বাসরা ইউটার্ন নিতে শেখে নাই, সত্য কথা বলতে শিখেছে। আমরা কখনো ইউটার্ন নিই না। বাস্তবটা বলি। আপনারা যদি সেই বাস্তবটাকে পেঁচিয়ে তুলে ধরেন, আমার তো কিছু করার নাই।’

রবিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাহজাহানপুরে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের নবম বছর উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে এই সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাস।

প্রসঙ্গত, গতকাল শনিবার ইলিয়াস আলী প্রসঙ্গে বক্তব্যের বিষয়ে পরবর্তীতে যোগাযোগ করা হলে মির্জা আব্বাস বলেন, ‘গণমাধ্যমে তার বক্তব্য উল্টো করে প্রকাশ করা হয়েছে।’ পরে এ বিষয়টি নিয়ে ‘ছয় ঘণ্টার ব্যবধানে মির্জা আব্বাসের সুর বদল’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

মির্জা আব্বাস আরও বলেন, ‘কালকের বক্তব্য সম্পূর্ণ করার আগেই শেষ করেছিলাম। সে কারণে পরিস্থিতি বাধ্য করেছে সেই ধারাবাহিকতায় বলতে। আশা করি, ইলিয়াস আলী ফিরে আসবেন। তাকে আল্লাহ নেক হায়াত দান করবেন।’

‘আমার সহজ-সরল উক্তিগুলোকে বিকৃত করা হয়েছে’

আমার সহজ-সরল উক্তিগুলোকে বিকৃত করে যারা যেভাবে পেরেছে লিখেছে বলে দাবি করেন মির্জা আবাস। তিনি বলেন, ‘আমার আংশিক বক্তব্য দেওয়া হয়েছে। এমন কোনও কথা বলি নাই, যার জন্য আমাকে বিব্রত হতে হবে।’

মির্জা আব্বাস বলেন, ‘সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করে নাই। এমন কথা আমি বলি নাই। আমার কথা বিকৃত করে পেঁচিয়ে লেখা হয়েছে।’

তিনি আরও বলেন, ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতাকর্মী দায়ী। এই কথা আমি বলেছি, কেউ প্রমাণ করতে পারবে? আমার কথা বিকৃত করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলী গুম করেছে- এমন বক্তব্য আমি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেওয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথার ওপর নিজেই বোমা ফুটানো। এখানে টুইস্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার সত্য বক্তব্যটা তুলে ধরতে পারতেন, তাহলে ভালো হতো। আমি এমন কোনও কথা বলি নাই যার জন্য বিএনপির নেতাকর্মী, জাতির কাছে বিব্রত হতে হবে।’