আইনমন্ত্রীর ব্যাখ্যা বিকৃত, যেকোনও সময় বড় বিপদ: রিজভী

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী বিদ্যমান আইনের ‘বিকৃত’ ব্যাখ্যা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার পাকস্থলী থেকে রক্তক্ষরণ হচ্ছে, তার ডাক্তাররা বলেছেন, তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনও সময়ে একটা বড় বিপদ ঘটে যাবে।”

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর দক্ষিণের উদ্যোগে একাদশ নির্বাচনের ভোট কারচুপির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই মানববন্ধন হয়।

তিনি বলেন, দেশের বরণ্যে আইনজীবীরা বলছেন যে, আইনমন্ত্রী আনিসুল হক আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। আইনমন্ত্রী গতকাল বলে দিয়েছেন যে, আইনে বিদেশে যাওয়ার সুযোগ নাই। আইনমন্ত্রী আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, ‘যেকোনও সময়ে একটা বড় বিপদ ঘটে যাবে। তারপরেও এতো পাষাণ, এতো পাথর, এতো নির্দয় এই প্রধানমন্ত্রী আর তার আইনমন্ত্রী।”

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিটন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির শ্যামা ওবায়েদ, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মহানগর উত্তরের আমিনুল হক, যুব দলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মৎস্যজীবী দলের আবদুর রহিম, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।