বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুটিকয় উচ্ছিষ্ট ও আগে থেকেই দল থেকে বিতাড়িত কিছু জনধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘যাদের কিনে ভোটে ভিড়িয়েছে, তাদের দুই-একজন ছাড়া কারও নাম পর্যন্ত শোনেনি দেশের মানুষ।’
বুধবার (৬ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লুটেরা চক্র এবং তাদের দোসররা এখন এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয়, গণভবনের দিকে ছুটছেন। ভাগবাটোয়ারা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে। প্রতিদ্বন্দ্বীরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না, তারা শুধু সংসদে যেতে চান।’
তিনি বলেন, ‘গোটা দেশের জনগণ, সব বিরোধী দলের প্রচণ্ড বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শী আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। শেখ হাসিনার একগুয়েমি দেখে অনুমিত হচ্ছে—তিনি দেশ এবং জনগণকে ধ্বংস করেই তবে বিদায় নেবেন।’
জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘প্রজাতন্ত্রের কোনও কর্মকর্তা-কর্মচারী ভাগবাটোয়ারার পাতানো নির্বাচনে কোনও সহযোগিতা করবেন না। ভোটাররা ভোটদান থেকে বিরত থাকুন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা প্রত্যাহার করুন। অন্যথায়, এই অমার্জনীয় অপকর্মের জন্য জনগণ আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় আপনাদের নাম বেইমান-মীরজাফরের পাশে উৎকীর্ণ থাকবে।’