রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা

উপজেলা নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এ দাবিতে দলীয় লিফলেট বিতরণ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উপজেলা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজধানীর বনানী এলাকায় পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের হাতে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সংবলিত লিফলেট বিতরণ করেন রিজভী।

দলীয় লিফলেট বিতরণকালে তিনি বলেন, ‘আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের ভোট, যা চার দফায় হবে। এই ভোট হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না।’

‘আমরা সবার প্রতি আহ্বান জানাই—সারা দেশে আপনাদের যারা আত্মীয়-স্বজন-ভাইবোন আছেন, সবাইকে বলবেন কেউ যেন ভোটকেন্দ্রে না যায়। এই ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করে।’

এসময় তার সঙ্গে দলের সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সাবেক নেতা তৌহিদুর রহমান আউয়াল, মহিলা দলের রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।