আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বে জোট হবে

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের নেতৃত্বে জোট হবে। সোমবার (২১ মার্চ) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি কোনও দলের বি-টিম নয়। জাতীয় পার্টি কোনও দলের দালালি করে না। জাতীয় পার্টি কারও জোটে নেই। আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বেই জোট গঠন হবে। কেউ জাতীয় পার্টির ভেতরে থেকে অন্য দলের দালালি করতে চাইলে, তার স্থান জাতীয় পার্টিতে হবে না।’

এ সময় দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘বিএনপি আবারও হাওয়া ভবন সৃষ্টির স্বপ্ন দেখছে। যে সরকার টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে না, তাদের মুখে উন্নয়নের কথা শোভা পায় না।’

গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করে গাজীপুর জেলা আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া এবং সভা সঞ্চালনা করেন গাজীপুর জেলা সদস্য সচিব মো. কামরুজ্জামান মণ্ডল।