পিলখানা হত্যা দিবসের গুরুত্ব কমে যাচ্ছে: জিএম কাদের

পিলখানা হত্যাকাণ্ডের দিনটি গুরুত্বপূর্ণ করতে সরকারের একটা দায়িত্ব আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘পিলখানা হত্যার এই দিবসটির গুরুত্ব কমে যাচ্ছে। আগে সাধারণ মানুষের মাঝে যেটুকু আগ্রহ ছিল, এখন তা কমে যাচ্ছে। এই দিনটি শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বনানী কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডে নিহত কর্নেল কুদরত-ই-এলাহী আমার ভাগ্নে। সে নিহত হওয়ার তিন থেকে চার মাস পর আমার বোন মারা যান। আমরা মনে করি, ছেলের শোকেই তিনি মারা গেছেন।’

তিনি বলেন, ‘এতগুলো মেধাবী সেনা কর্মকর্তা হত্যার ঘটনা এত কম গুরুত্বপূর্ণ নয়। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনাকর্মকর্তাদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরদিন জাগিয়ে রাখতে হবে। এই দিবসটির গুরুত্ব বাড়াতে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করছি।’

এ সময় আরও ছিলেন– প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সম্পাদকমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন প্রমুখ।