ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (৭ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
প্রসঙ্গত, কয়েক দিন ধরে প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলে আসছিল। দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। এই বিষয়টিকে কেন্দ্র করে মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দেন জি এম কাদের।
নতুন দায়িত্ব পেয়ে মহাসচিব শামীম পাটোয়ারী সবার সহযোগিতা কামনা করেন। তিনি দলকে তৃণমূলের সহযোগিতায় নতুনভাবে সাজানোর কথা উল্লেখ করেন।
জাপাকে উপজেলা পর্যায়ে শক্তিশালী করার এবং হারানো আসন ফিরে পাওয়ার কথা জানান শামীম পাটোয়ারী।