শিক্ষাখাতে করারোপ আন্দোলনে মুখ থুবড়ে পড়েছিল: ছাত্র ইউনিয়ন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে ১৫ শতাংশ করারোপের প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনটি সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারকে মনে করিয়ে দিতে চায় ২০১০ এবং ২০১৫ অর্থবছরের বাজেটেও শিক্ষাখাতে করারোপ করা হয়েছিল। যা পরবর্তী সময়ে ছাত্র আন্দোলনের মুখে মুখ থুবড়ে পড়েছিল এবং পরবর্তীতে সরকারকে তা বাতিল করতে হয়।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ করারোপ

বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন শিক্ষাখাতে করারোপ বিষয়ে নিজেদের এ অবস্থান জানায়।

সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক রাকিবুল রনি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, পুনরায় যে করারোপের প্রস্তাবনা করা হয়েছে, তা যদি বাতিল না করা হয় তাহলে ইতিহাসের পুনরাবৃত্তির জন্য এই সরকারকে প্রস্তুত থাকতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ বাতিলের দাবি ছাত্র ফেডারেশনের

বিবৃতিতে অবিলম্বে করারোপের প্রস্তাবনা বাতিল করতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দাবি জানায়।

অন্যথায় ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদেরকে নিয়ে পুনরায় আন্দোলনের মাধ্যমে ছাত্রস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে সরকারকে বাধ্য করবে—বলা হয় বিবৃতিতে।