অটোপাস ধ্বংসের মুখে নিয়ে যাবে: জিএম কাদের

অটো পাস আর অটো প্রমোশন আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি। তিনি বলেন, ‘জ্ঞান অর্জনের ধারায় কোনও শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে।’

শুক্রবার (১৮ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শিক্ষা বিষয়ক প্রতিক্রিয়ায় জি এম কাদের এসব কথা বলেন।

‘হাট-বাজার, অফিস-আদালত, ব্যাংক-বিমা সবই খুলে দেওয়া হলেও করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হচ্ছে’—উল্লেখ করেন জি এম কাদের। তিনি বলেন, ‘এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।’

জি এম কাদের বলেন, ‘অনলাইনে পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ করা যায়। তবে এর সংখ্যা অত্যন্ত নগণ্য এবং এ ব্যবস্থার সুবিধা শুধু উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাছাড়া সেখানে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না।’