জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়া হলে রাজনৈতিক সংকট আরও বাড়বে বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার (২৪ জুন) দলটির রাজনৈতিক পরিষদ এক বিবৃতিতে এ মন্তব্য করে।
দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়েছে, ‘এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজনৈতিক সংকট আরও বৃদ্ধি পাবে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থাপনা সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আনা হচ্ছে কিনা, ইতোমধ্যে এটা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।’
বিবৃতিতে দাবি করা হয়, ‘এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে এলে দেশের মানুষ নানাভাবে পুলিশী দৌরাত্ম্য ও হয়রানির শিকার হবে। সেক্ষেত্রে পুলিশের এনআইডি বাণিজ্যও বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। এতে কেবল গণদুর্ভোগই বাড়বে।’