পঙ্কজ ভট্টাচার্যের ৮২তম জন্মবার্ষিকী পালিত

প্রবীণ রাজনীতিক, ষাটের দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের ৮২তম জন্মদিন আজ শুক্রবার (৬ আগস্ট)।

এ উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত এক আয়োজনে তার সহকর্মী, বন্ধু-বান্ধব শুভেচ্ছা জানিয়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, কাজী সালমা সুলতানা, জহিরুল ইসলাম জহির, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য এডভোকেট পারভেজ হাসেম, অলক দাশগুপ্ত, ইয়াছরেমিনা বেগম সীমা, কেন্দ্রীয় নেতা ড. সেলু বাসিত, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, ঢাকা মহানগর সদস্য সচিব জুবায়ের আলম, মাসুদ আলম, সাবেক ছাত্র নেতা মানবেন্দ্র দেব প্রমুখ।

সভায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. সারওয়ার আলী, এম এম আকাশ, জয়ন্তী রায়, ড. সৈয়দ আব্দুল্লা আল মামুন চৌধুরী ও সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব অধ্যাপক ডা. নূর মোহাম্মদ তালুকদার।

সভায় ভার্চুয়াল আলোচনায় শুভেচ্ছা বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পঙ্কজ ভট্টাচার্য।