আফগান নারীদের প্রতি সিপিবির সমর্থন

তালেবানদের বিরুদ্ধে আফগান নারীদের প্রতি সমর্থন জানিয়ে সিপিবির সহ সম্পাদক শাহ আলম বলেন, আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আফগান নারীরা অস্ত্র হাতে রাজপথে নেমে আসবে তাদের অধিকার আদায়ের দাবিতে। 

তিনি বলেন, একবিংশ শতাব্দীতে তালেবানদের নারীদের প্রতি অন্যায় আচরণ আফগান জাতিকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা।  

শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আফগান নারীদের সংগ্রামের প্রতি সংহিত জানাতে 'বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারী সেল'র এক প্রতিবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

সিপিবির নারী নেত্রী আমেনা বেগম বলেন, আজ যদি তালেবানদের অন্যায়ের প্রতিবাদ না করা হয় তাহলে একদিন বাংলাদেশ তালেবান রাষ্ট্রে পরিণত হবে। নারীরা একা ঘর থেকে বের হতে পারবে না। তাদের ঘরবন্দি করে রাখা হবে। 

সংগঠনটি থেকে আরও বলা হয়, তালেবান গোষ্ঠী দীর্ঘদিন পর আবারও ক্ষমতায় এসে আফগান নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছে। এই নির্যাতন প্রতিরোধে যে সকল আফগান নারীরা তালেবানদের অস্ত্রের মুখে রাজপথে নেমে আসছে তাদের প্রতি সমর্থন এবং সকল তালেবানি সকল কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই। 

এই প্রতিবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির নারী সেলের সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, লুনা নূর, অ্যাড হাসান তারিফ চৌধুরী, তাহমিনা ইয়াসমিম, সুমাইয়া সেতু প্রমুখ।