‘দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি-দুর্বৃত্তায়ন, অপশাসন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বিভক্তি, বিভাজন ও সহিংস রাজনীতির কারণে সাধারণ মানুষের বেঁচে থাকার গণতান্ত্রিক দাবিগুলো হারিয়ে যাচ্ছে।’ বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকায় নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা, খুলনার গণমানুষের নেতা নুরুল ইসলাম দাদুর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।

নাগরিক স্মরণ মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে নুরুল ইসলাম দাদুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ ন্যাপ মহাসচিব। তার ভাষ্য, ‘করোনা দুর্যোগে দেশের সাধারণ ও শ্রমজীবী মানুষ আরও নিঃস্ব হয়েছে। আর ভোটের অধিকার না থাকায় তারা রাজনৈতিকভাবেও গুরুত্ব হারিয়েছে। সরকারের লুটেরা ব্যাবসায়ী সিন্ডিকেটের স্বার্থরক্ষার নীতির কারণে জনগণের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নুরুল ইসলাম দাদুর মতো নেতৃত্ব খুবই প্রয়োজন ছিল।’

এনডিপি মহাসচিব ও নাগরিক স্মরণ মঞ্চের সমন্বকারী মো. মঞ্জুর হোসেন ঈসা'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এআরএম জাফরুল্লাহ চৌধুরী ও যুগ্ম মহাসচিব ফয়সাল আহমেদ, বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, এশিয়া স্বপনপুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জে আলমগীর, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শুভ।