মুক্তিযুদ্ধ মঞ্চের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়নের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতালে শাহবাগে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার পোড়ানোর অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অনিক রায়, জহর লাল রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার, সহ সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক সাদাত মাহমুদসহ ১২ ছাত্র নেতার বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে শাহবাগ থানায় করা মামলায় ১২ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলাকে মিথ্যা মামলা দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ।

শুক্রবার (১এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ বলেন, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল করেছি। কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই হয়রানি মূলক মামলা করেছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, আমরা যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করছি, তাদের মাঝে ভয়ভীতি তৈরি এবং আইনি জটিতলায় আটকানোর জন্যে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, হামলা-মামলা-ভয়ভীতি প্রদর্শন করে আমাদের দমানো যাবে না। ছাত্রদের পাশাপাশি, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছাত্র ইউনিয়ন তার লড়াই অব্যাহত রাখবে।

মামলা প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা না চাইলে রাজপথে জবাব দেবে বলে হুঁশিয়ার দিয়ে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করে মুক্তিযুদ্ধ মঞ্চকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর না-হলে জনগণকে সঙ্গে নিয়ে ছাত্র ইউনিয়ন রাজপথে এর সমুচিত জবাব দেবে।