বিএনপি নেতাদের ওপর হামলায় বাংলাদেশ ন্যাপের নিন্দা

‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এবং দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়ালের ওপর সরকারদলীয় নেতাকর্মীদের’ হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সরকার বিরোধীদলকে সভা সমাবেশ, মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালনের মতো হালকা কর্মসূচিতে বাধা দেওয়া ও হামলা-মামলা-গ্রেফতার চালিয়ে প্রমাণ করছে দেশে গণতান্ত্রিক পরিবেশ বলতে কিছু অবশিষ্ট নেই।

ন্যাপ নেতারা উল্লেখ করেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি, সভা-সমাবেশে হামলা কেন? আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি চাই না।

ন্যাপের দুই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ এবং সরকারের নীতি নির্ধারকদের নিজেদের দলীয় কর্মীদের প্রতি কোনও দায়-দায়িত্ব বা মায়া-মমতা আছে বলে মনে হচ্ছে না। তারা দলীয় কর্মীদের বিরোধী দলের কর্মীদের সঙ্গে যে রকম নৃশংস আচরণ করতে উৎসাহিত করছে, তাতে শিগগিরই মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে।’

‘দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়ে আওয়ামী লীগ কী অর্জন করতে চায়?’– বিবৃতিতে প্রশ্ন রাখেন জেবেল রহমান ও গোলাম মোস্তফা।