অধিকারের প্রশ্ন তোলার উপায় সংকুচিত হয়েছে: জোনায়েদ সাকি

মজুরি, শ্রমপরিবেশ কিছুই পাচ্ছে না শ্রমিকরা মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অধিকারের নানা প্রশ্ন তোলার উপায় সংকুচিত হয়েছে। রাজপথের লড়াইয়ে কেবল ভয়, আতঙ্ক ও অনৈক্যের অবস্থা। শাহ আতিউল ইসলাম পাকিস্তান আমলে এ অঞ্চলে শ্রমিক আন্দোলনের মাধ্যমে যে অধিকার আদায় করতে পেরেছিলেন, বাংলাদেশে বর্তমানে সে পরিস্থিতিও নাই।

শনিবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আতিউল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, দেশে নির্বাচন নাই, ভোটাধিকার নাই অথচ টকশোতে কুসুম-কুসুম আলোচনা চলছে। বিরোধী দলের জনসভা ঠেকাতে সরকার নিজে পরিবহন ধর্মঘট ডেকে দেয়।

ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, বাসদের সহ-সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আলিফ দেওয়ান, ঢাকা উত্তর বাঁধাই শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল করিম এবং শাহ আতিউল ইসলামের সহধর্মিণী সোহেলা আক্তার রুমি।