অধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্য দরকার : জেবেল গানি

‘অধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্য দরকার। জনতার ঐক্য ছাড়া অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব জেবেল রহমান গানি। তিনি বলেন, ‌‘একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল জনতার ঐক্যের মধ্য দিয়েই।’

শুক্রবার (৪ নভেম্বর) নীলফামারীর ডিমলা সদরে পচারহাট মাঠে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিতে (বাংলাদেশ ন্যাপ) যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিন শতাধিক নেতা-কর্মী দলে যোগদান করেন।

বাংলাদেশ ন্যাপ ডিমলা সদর ইউনিয়ন সদস্য মসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

জেবেল রহমান গানি বলেন, ‘চলমান অবস্থা থেকে উত্তরণে যে ধরনের রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন, তা এখনও অনুপস্থিত। সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য গড়ে তোলা। বিগত নির্বাচনের ত্রুটি-বিচ্যুতি ও গ্লানি মুছে দিয়ে আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অনিশ্চয়তা দূর করার উদ্যোগ সরকারকেই নিতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন দলের ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলব, উপদেষ্টা আবদুর রহমান, ওয়াহিদুর রহমান, মাহফুজার রহমান মুকু, যুগ্ম আহ্বায়ক বিশ্বনাথ সিংহ রায়, আমজাদ হোসেন লিখন, আব্দুল মতিন, দুলাল ইলাম, আব্দুস শুক্কুর, মুজিবুর রহমান বুলবুল, ডা. বিপুল, লুৎফর রহমান, আবদুল মান্নান মাস্টার, মোখলেছুর রহমান, আবদুল হামিদ, বিষ্ণু পদ সিংহ রায় প্রমুখ।