গণতন্ত্র মঞ্চের নেতা শেখ বাবলুসহ তিন জন আটক

ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং ভাসানী অনুসারী পরিষদের ড. ইউসুফ সেলিমকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়া নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাককেও আটক করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে। গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জমায়েত হতে দিচ্ছে না পুলিশ। ছাত্রলীগের লাঠিসোঁটাধারীরাও পাশে অবস্থান নিয়েছে।’