বিরোধীদলের কর্মসূচিতে হামলা বন্ধ ও আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার দাবি

বিএনপি ও সমমনা বিরোধীদলগুলোর কর্মসূচিতে পুলিশি হামলা বন্ধ ও আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের (রেজা কিবরিয়া) নেতারা।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত পথসভায় এ দাবি জানান তারা।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘আজকে বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, তাতে মনে হয়েছে— পুলিশ নয়, ছাত্রলীগ পুলিশের পোশাক পরে হামলা চালিয়েছে। অনেক নেতাকর্মীকে আটক করেছে। এভাবে হামলা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না।’

তিনি বলেন, ‘বিরোধীদের ওপর হামলা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনও নির্বাচন আমরা চাই না। আর কোনও নির্বাচন হতে দেওয়া হবে না। তাই এই সরকারের এখন বোধোদয় হওয়া উচিত।’

এ সময় পথসভায় আরেও বক্তব্য রাখেন— দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, অধ্যাপক মাহবুব হোসেনসহ প্রমুখ।