কমিশন থেকে প্রস্তাবনা চাপিয়ে না দেওয়ার আশ্বাস পেয়েছি: সাইফুল হক

বিল্পবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ঐকমত্য কমিশন বা সরকারের পক্ষ থেকে কোনও প্রস্তাবনা চাপিয়ে দেওয়া হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘যেসব প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে, সেই ভিত্তিতে আলাপ-আলোচনা করে তারা (সরকার) চেষ্টা করবে একটি জাতীয় সনদ তৈরি করার। সেই সনদের ভিত্তিতে পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন, সংবিধান সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ বিবেচনা করা হবে।’

তিনি বলেন, ‘আজ বিষয়ভিত্তিক কোনও আলোচনা হবে না। এটি একটি উদ্বোধনী সভা। তারা বলেছেন, এই সরকারের প্রতি রাজনৈতিক দল, জনগণ ও আন্তর্জাতিক মহলের সমর্থন রয়েছে।’

ভারতের বিষয়ে বৈঠকে আলাপ হয়েছে জানিয়ে সাইফুল হক বলেন, ‘প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ভারতের বাংলাদেশবিরোধী নীতি, যা বিপর্যয়ে ফেলছে; সর্বশেষ টাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী দৌড়ঝাপ করেছেন। কিন্তু বাস্তবে অভ্যুত্থান ও জনগণের বিরুদ্ধে তাদের নালিশ আমলে নেয়নি– সেই কথা স্পষ্ট করে বলেছেন।’