‘জীবন দিলেও গণঅভ্যুত্থান শ্রমিকের জীবনে কোনও পরিবর্তন আনেনি’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সবচেয়ে বেশি জীবন দিলেও গণঅভ্যুত্থান শ্রমিকের জীবনে কোনও পরিবর্তন আনেনি।

বৃহস্পতিবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

সাইফুল হল বলেন, অন্তর্বর্তী সরকারের গত ৯ মাসেও শ্রমিকের ওপর নিপীড়ন ও বঞ্চনা অব্যাহত রয়েছে। মে দিবসে সবাই শ্রমিকের পক্ষে বলে, কিন্তু তাদের অধিকার দেয় না।

মে মাসের মধ্যে শ্রমিকের মজুরি ও অধিকার সংক্রান্ত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি।

মে দিবস উপলক্ষে আরেক দলীয় সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করতে সরকার উদাসীন, এমনকি ঈদের বেতন আদায়েও তাদের রাস্তায় নামতে হয়। শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ।

রাজধানীর পরিবাগে ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গণে ‘শ্রম-কর্ম-পেশাজীবীদের ক্ষমতায়নে অংশীদারিত্বের গণতন্ত্র’ শীর্ষক সভার আয়োজন করে যুব বাঙালি। আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে শ্রমিকের শ্রম ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় তাদের কোনও প্রতিনিধিত্ব নেই। এতে তারা মালিক ও পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে।