আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কারণ পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যায় তাদের সম্পৃক্ততা রয়েছে। সেদিন এক হাত তুলে খুনিদের বিরুদ্ধে এক দফা আন্দোলন করেছিলাম।

শুক্রবার (২ মে) বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে।

এতে ঢাকার প্রতিটি ওয়ার্ড ও আশপাশের জেলাগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরাও উপস্থিত ছিলেন। সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের কাছে সারজিস আলম জানতে চান—ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান কিনা। তখন সবাই হাত উঁচিয়ে সম্মতি জানান।