প্রধান উপদেষ্টাকে মাঝপথে চলে না যাওয়ার অনুরোধ করেছি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দায়িত্ব শেষ হওয়ার আগে মাঝপথে যেন চলে না যান, প্রধান উপদেষ্টাকে সে অনুরোধ করেছি। 

রবিবার (২৫ মে) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাত সোয়া ৯টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, প্রধান উপদেষ্টাকে বলেছি জুলাই গণঅভ্যুত্থান হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। অনেকে পঙ্গু হয়েছেন। আমরা আপনাকে নিয়ে আসছি। মাঝপথে আপনি চলে গেলে হবে না।

তিনি বলেন, যারা কালো টাকা ও পেশি শক্তির মাধ্যমে নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে তাদের বিরুদ্ধে নীতিমালার প্রস্তাব দিয়েছি। আয়নাঘর যারা বানিয়েছে তাদের বিচার করতে হবে। সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের একদিন পরও এ সরকার থাকবে না। আাজ আলোচনার মাধ্যমে আশা করি অন্ধকারের যে কালো মেঘ ছিল তা কেটে যাবে।

প্রধান উপদেষ্টা স্পর্শকাতর বিষয়গুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান চরমোনাই পীর।