‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিতে সহায়ক হবে। এতে স্থানীয় জনগোষ্ঠীর সময় ও খরচ কমবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের নবম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, দেশের বিচারব্যবস্থা নিয়ে আক্ষেপ ও হতাশার জায়গা রয়েছে। তাই বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে পদ্ধতিগত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কারণ বিগত দিনে এ ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অবারিত ও নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে। এতে ক্ষমার নামে অবিচার করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার হয়েছে। আমরা মনে করি ভুক্তভোগী পরিবারের সদস্যদের মতামত ছাড়া অপরাধীকে ক্ষমা করা যাবে না।

এনসিপির সদস্যসচিব বলেন, এ বিষয়ে নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে হবে। তিনি মনে করেন, এ দুটি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়ক হবে।

সংলাপে এনসিপির প্রতিনিধিদলের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও মনিরা শারমিন।