জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, জুলাই সনদকে সাংবিধানিক এবং আইনি রূপ দেওয়া হবে না বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শনিবার (৫ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।
শিশির বলেন, জুলাই বিপ্লব নিয়ে আমাদের আবেগ-অনুভূতির বিষয়ে সালাহ উদ্দিন আহমেদ কটাক্ষ করেছেন।
আমরা মনে করি, এটি জুলাই শহীদদের সাথে প্রতারণা ও বেঈমানির শামিল। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করতে হবে। ওনারা যে জুলাই আন্দোলনকে বাধাগ্রস্ত করছেন, তা ইতোমধ্যে দেশের মানুষের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি, আপনারা এ ধরনের আচরণ নিয়মিত করতে থাকলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের মতো আপনাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। আমরাও আপনাদের ব্যাপারে সে ধরনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে বাধ্য হবো। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা চাই অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করা হোক এবং সাংবিধানিক ও আইনি রূপ দেওয়া হোক।
শিশির আরও বলেন, আসলে ওনারা বুঝাতে চাইছেন— এই জুলাই যদি পুরাতন বন্দোবস্তে থাকে, তাহলে আর্টিকেল ৭ অনুযায়ী সব বিপ্লবীদের ফাঁসিতে ঝুলানো সম্ভব। বিএনপি অতীতে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছে। ঠিক ২৪-এ যারা বিপ্লব করেছে, তাদের বেলায়ও এ আচরণ করতেই দলটি জুলাই সনদকে সাংবিধানিক রূপ দিতে চায় না। এর পেছনে দূরভিসন্ধি রয়েছে। আমরা মনে করি, বিএনপিকে অবিলম্বে এ থেকে সরে আসা উচিত।