স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের (এসআইএসবি) উদ্যোগে পাঁচ শতাদিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে স্কুলের ক্যাম্পাসে এসব কম্বল বিতরণ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার ও মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন।

উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সোলাইমান সুখন বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমেই শিক্ষার্থীরা মানবিক মানুষ হবে। সে জন্য শিক্ষার্থীদের এসব উদ্যোগে অভিভাবকদের পাশে থাকতে হবে।’

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের সভাপতি ও এসআইএসবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম আশরাফুল হক বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়তে চাই। সে জন্যই আমাদের এমন আয়োজন। এসব আয়োজনের মাধ্যমে তারা আগামী দিনের জন্য নিজেদের মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’

স্কুলের প্রিন্সিপাল ড. লে. কর্নেল. মাহমুদ উল আলমের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন– স্কুলের উপদেষ্টা দেলোয়ার হোসেন, উত্তরা সেক্টর ১১ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মাদ আলতাফ হোসাইন সরকার, শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ফুতুশি কোনো, মালয়েশিয়া বাংলাদেশ বিজনেস রিলেশনশিপের প্রকল্প পরিচালক ফারহা মাহমুদ তৃনা, স্কুলের ভাইস প্রিন্সিপাল ও সোশ্যাল ক্লাবের আহ্বায়ক সোমা তাবাস্সুম রেহমান প্রমুখ।