মীনা বাজার ও টিএপির মধ্যে চুক্তি

দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রাস্ট অ্যান্ড পের (টিএপি) মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। মীনা বাজারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির অধীনে টিএপির মাধ্যমে মীনা বাজার তাদের বিটুবি পেমেন্ট সংগ্রহ, ইউটিলিটি বিল পরিশোধ এবং গ্রাহকদের জন্য মার্চেন্ট পেমেন্টের ব্যবস্থা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অংশীদারত্ব মীনা বাজারের পেমেন্ট প্রক্রিয়াকে আরও নিরাপদ এবং সহজ করবে। গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের জন্য একটি সুষ্ঠু এবং ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে মনে করে মীনা বাজার।

চুক্তি সই অনুষ্ঠানে মীনা বাজারের পক্ষে ছিলেন হেড অব ফাইন্যান্স উজ্জ্বল দাস, হেড অব অপারেশনস মোহাম্মদ ফয়জুল হক। টিএপিরর পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আকরাম সাঈদ, প্রধান পরিচালনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জামান, হেড অব পার্টনারসিপ ম্যানেজম্যান্ট মো. আলমগীর হোসেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।