বিজনেস (মার্চেন্ট)–পয়েন্ট অব সেল (পিওএস) বিভাগে ২০২৩-২৪ সালের অসাধারণ পারফরম্যান্সের জন্য মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে মীনা বাজার।
শনিবার (১৬ নভেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনাইটেড স্টেটস অ্যাম্ব্যাসি মিশনের এক্টিং ডেপুটি চিফ তৃশ্তা মওলা ও মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মীনা বাজারের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ জাইগিরদার।
এই স্বীকৃতি মীনা বাজারের গ্রাহকদের জন্য তুলে ধরে শামীম আহমেদ জাইগিরদার বলেন, আমরা মাস্টারকার্ড থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে সম্মানিত। এটি আমাদের সবার কঠোর পরিশ্রম এবং আমাদের গ্রাহকদের ব্যতিক্রমী পরিষেবা প্রদানের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ।
মীনা বাজারের সিওও বলেন, মীনা বাজার গ্রাহকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আস্থা ও পৃষ্ঠপোষকতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।