পেছাল বঙ্গবন্ধু গোল্ডকাপ

সপ্তাহ খানেক আগের নির্বাহী সভায় এপ্রিলের শেষ সপ্তাহেই বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসর আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  কিন্তু আজ বৃহস্পতিবারের জরুরি নির্বাহী সভাতেই পাল্টানো হলো আগের সিদ্ধান্ত! নতুন সিদ্ধান্তে বঙ্গবন্ধু গোল্ডকাপ হচ্ছে ডিসেম্বরে!

নয় মাস পেছানোর কারণ সম্পর্কে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘বিদেশি দলগুলো ব্যস্ত। তাদের সময়সূচি পাওয়া যাচ্ছে না। মে-জুন থেকে ঘরোয়া ব্যস্ততা থাকবে। সব দিক বিচার বিবেচনা করে আমরা ডিসেম্বরে করার সিদ্ধান্ত নিয়েছি।’ টুর্নামেন্টের নতুন দিনক্ষণ দাঁড়িয়েছে ১৮-৩১ ডিসেম্বর। ভেন্যু হবে দুটি- ঢাকা ও সিলেট।

টুর্নামেন্টে বাংলাদেশের দুটি দল খেলতে পারে। সম্ভাব্য দলের নাম প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেছেন,‘ ভূটান,মালদ্বীপ, আফগানিস্তান, কিরগিজস্তান,নেপাল ডিসেম্বরে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ’

বঙ্গবন্ধু গোল্ড কাপের গত আসরে নেপাল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই প্রাইজ মানি এখনও দেয়নি বাফুফে। বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য বাফুফের বাজেট ছয় কোটি টাকা। চ্যানেল নাইনের সঙ্গে বাফুফের চুক্তি এই টুর্নামেন্ট নিয়ে পাঁচ বছরের। যদিও গত আসরে পৃষ্ঠপোষকের কাছ থেকে পুরো অর্থ পায়নি ফেডারেশন।  তাই আর্থিক কারণেই কি এই  টুর্নামেন্ট পেছাল ? এমন প্রশ্ন নাকচ করেছেন বাফুফের এই শীর্ষকর্তা।

এদিকে ডিসেম্বরের শেষ সপ্তাহে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা থাকলেও ভারতের ব্যস্ততার জন্য এই টুর্নামেন্টও পেছাবে। আর এই সময়টাতেই বঙ্গবন্ধু গোল্ডকাপ করে সাফের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ, এমনটা জানিয়ে বাফুফে সিনিয়র সহ-সভাপতি আরও বলেছেন, ‘অক্টোবরের মধ্যে আমাদের ঘরোয়া সূচি শেষ হবে। এর পর বঙ্গবন্ধু ও সাফ টুর্নামেন্টের জন্য জাতীয় দল নিবিড় অনুশীলনে থাকবে। ’

উল্লেখ্য, বাফুফের বর্ষপঞ্জিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ছিল মার্চের শেষ সপ্তাহে।

/আরএম/এফআইআর/