রিয়ালের হারে হতাশ জিদান

511273568এল ক্লাসিকোর মতো ঐতিহাসিক ম্যাচে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেই কপাল পোড়ে রিয়ালের। এর আগে বড় ধাক্কা হয়ে আসে রামোস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ১০ জনের দল নিয়ে এই হাল হওয়ায় ক্ষোভ ঝেড়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। ঠিক এভাবেই নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি, ‘আমি আসলেই সন্তুষ্ট হতে পারিনি। যেই স্কোর হয়েছে তাতে আমি সত্যিই হতাশ।’

যদিও শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ম্যাচে উত্তেজনা ফিরিয়েছিল রিয়াল। বেনজিমার বদলি নামা হামেস রদ্রিগেসের গোলে সমতায় ফেরে জিদানের শিষ্যরা। কিন্তু শেষ দিকে মেসি জ্বলে উঠলে বার্সা জয় নিয়ে মাঠ ছাড়ে। এ পরিস্থিতিকে জিদান ব্যাখ্যা করেছেন রক্ষণাত্মক ভঙ্গিতে, ‘যখন আপনি ২-২ স্কোর লাইনে থাকবেন আর ১০ জনের দলে পরিণত হবেন তখন আরও এগিয়ে যেতে হবে আপনাকে। সবাই মিলে খেলতে হবে রক্ষণাত্মকভাবে।’

২-২ সমতায় ফেরার পর আরও একটি গোল দেখছিলেন জিদান। কিন্তু শেষ দিকে মেসি ম্যাজিকে পাল্টে গেছে সব, ‘আমরা মনে করেছিলাম তৃতীয় গোলটি হয়তো পাব। কিন্তু পরে যা হওয়ার তাই হয়েছে।’

অবশ্য অনেক সুযোগ পেয়ে কাজে না লাগাতে পেরেই এমন হার-বিষয়টিকে মেনে নিয়েছেন জিদান। যেখানে বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন সেভ করেছেন ১২টি!

/এফআইআর/